ইনসাইড বাংলাদেশ

‘শেখ হাসিনা আয়রন লেডি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/01/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘আয়রন লেডি’ বলে সম্বোধন করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। শনিবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় মওদুদ এই মন্তব্য করেন।

এখনই বড় ধরনের আন্দোলনের যাবার বিরোধীতা করে ব্যারিস্টার মওদুদ বলেন, ‘শেখ হাসিনা এখন আয়রন লেডি। প্রশাসন, পুলিশ, আর্মি, ভারত সব তাঁর নিয়ন্ত্রণে। তাঁর দলের (আওয়ামী লীগ) লোকজনও তাঁকে সমঝে চলে। এই অবস্থায় বড় ধরনের আন্দোলন হবে আত্মহত্যার সামিল।’

ব্যারিস্টার মওদুদ বলেছেন, ‘বরং আইনগতভাবে ভাবে আমরা এই মামলাকে মোকাবেলা করতে পারি। সেটাই হবে বুদ্ধিমানের কাজ।’ আইনি ব্যাখ্যা দিয়ে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বেগম জিয়া দণ্ডিত হলেও জামিন পাওয়ায় কোনো সমস্যা হবে না। জামিন নিয়ে বেগম জিয়ার নেতৃত্বেই আমরা নির্বাচনমুখী আন্দোলন করতে পারি।’ ব্যারিস্টার মওদুদ আহমেদের বক্তব্য শুনে আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘স্যার কিছু মনে করবেন না, আপনি তো সরকারের মুখপাত্রের মতো কথা বলছেন।’

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭