ইনসাইড বাংলাদেশ

প্রধানমন্ত্রী ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/01/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে প্রাধানমন্ত্রীর কার্যালয়ের এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান,আশিয়ানে ডায়লগ পার্টনার হতে বাংলাদশকে সমর্থন দিবে জাকার্তা।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর মতে সুযোগ থাকা সত্ত্বেও দু দেশের মধ্যে ব্যাবসা-বাণিজ্যে আশানুরূপ উন্নতি হয় নি।

এর আগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রোববার সকাল সাড়ে ৮টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে তিনি স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানান।

শনিবার বিকেলে দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসে পৌঁছান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট দুপুরে ঢাকা থেকে কক্সবাজার যাবেন । সেখানে তিনি একাধিক রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

বাংলাদেশ সফর শেষে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সোমবার সকাল ৯টায় আফগানিস্তানের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।

বাংলা ইন সাইডার /এএফ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭