ওয়ার্ল্ড ইনসাইড

জামিন পেয়েছেন ইমরান খান


প্রকাশ: 12/10/2022


Thumbnail

নিষিদ্ধ তহবিল গ্রহণ মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

আগামী সপ্তাহ পর্যন্ত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যানকে ‘নিরাপত্তামূলক জামিন’ দেওয়া হয়েছে।

পাঁচ হাজার রুপি জামানতের বিপরীতে ইমরান খানকে এই জামিন দেওয়া হয়। ১৮ অক্টোবর পর্যন্ত এই জামিন কার্যকর থাকবে। 

নিষিদ্ধ বিদেশি তহবিল গ্রহণের অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে এই মামলা করেছিল দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)। 

ক্ষমতা হারানোর পর দেশব্যাপী সভা-সমাবেশ জোরদার করেন ইমরান খান। এসময় তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনতে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নিয়ন্ত্রণাধীন নানা সংস্থা। ইমরান যদিও একে রাজনৈতি প্রতিহিংসা ও ষড়যন্ত্র বলেই দাবি করে আসছেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭