ইনসাইড ইকোনমি

বাণিজ্য মেলা আরও পাঁচ দিন বাড়ানোর দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 28/01/2018


Thumbnail

তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে গত বছরের তুলনায় এবারে বিক্রি কম হয়েছে উল্লেখ করে বাণিজ্য মেলা আরও পাঁচ দিন বাড়ানোর দাবি করেছেন ব্যবসায়ীরা।

রফতানি উন্নয়ন ব্যুরোর ( ইপিবি) কাছে এই সময় বাড়ানোর দাবি জানান ব্যবসায়ীরা ।

এ প্রসঙ্গে মেলার সদস্য সচিব ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক (ফ্যাইনান্স) মোহাম্মদ আবদুর রউফ বলেন, সম্প্রতি তারা (ব্যবসায়ী) আমাদের কাছে ৫ দিন সময় বাড়ানোর আবেদন করেছেন। আমরা সেই আবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখান থেকেই সিদ্ধান্ত আসবে।

তিনি বলেন, কয়দিন সময় বাড়বে সেটা বলা যাচ্ছে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত  আজ কালের মধ্যে জানা যাবে।

স্টল মালিকদের পক্ষে আবেদন করেন `ডিআইটিএফ-২০১৮ ফেয়ার অ্যান্ড ফ্রেন্ডস সোসাইটি` সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

আবেদনে বলা হয়, শৈত প্রবাহের কারণে এবার বাণিজ্য মেলার প্রথম দিকে দর্শনার্থী আসতে পারেনি। ফলে বিক্রিও করা সম্ভব হয়নি। এখন সময় বাড়িয়ে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হলে মালিকরা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম দিন শুরু হয়ে শেষ দিন পর্যন্ত চলে, কিন্তু এর আগে কোনো কোনো বছর সময় বাড়ানো হয়েছে।

বাংলা ইনসাইডার/ এসএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭