ইনসাইড বাংলাদেশ

ফের বৃদ্ধি পাচ্ছে তিস্তার পানি, বন্যা আতঙ্কে মানুষ


প্রকাশ: 13/10/2022


Thumbnail

উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল নেমে আসার করণে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে নদী তীরবর্তী ও চরাঞ্চলের মানুষের মাঝে আবার বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। পানি নিষ্কাশনের জন্য ডালিয়া ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিস্তা নদীর উজানে ভারতে ভারী বৃষ্টিপাতের কারণে বুধবার (১২ অক্টোবর) সকাল ৬টায় পানি বৃদ্ধি পেয়ে ডালিয়া পয়েন্টে ৫২ দশমিক ৩০ সেন্টিমিটারে প্রবাহিত হয়েছে। সন্ধ্যা ৬টায় পানি আরও বৃদ্ধি পেয়ে ৫২ দশমিক ৪৬ সেন্টিমিটারে প্রবাহিত হয়েছে। ডালিয়া পয়েন্টে বিপদসীমা ধরা হয় ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার। পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।

গঙ্গচড়া উপজেলার বিনবিনা চরের বাসিন্দ মিজানুর রহমান জানান, অসময়ে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তারা আতঙ্কিত। জমিতে এখন আমন ধান। অনেক স্থানে আগাম ধান কাটা মাড়াই শুরু হয়েছে। এছাড়া অনেক জমিতে শাক-সবজি রয়েছে। এসময় পানি বাড়লে জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা আছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব জানান, উজানে ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বিশেষ বুলেটিন দিয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭