ওয়ার্ল্ড ইনসাইড

রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস


প্রকাশ: 13/10/2022


Thumbnail

গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভূক্তি নিয়ে রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি নিন্দা প্রস্তাব পাস হয়েছে।

নিন্দা প্রস্তাবে রাশিয়ার বিপক্ষে ভোট দিয়েছে ১৪৩টি দেশ। এদিকে ভোটদানে বিরত ছিল ভারত-চীনসহ ৩৫টি দেশ। 

এছাড়া, প্রস্তাবের বিরোধিতা করেছে রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া ও নিকারাগুয়া।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ার বিরুদ্ধে এটি সর্বোচ্চ কোনো সম্মিলিত সিদ্ধান্ত।

বিগত ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর ইউক্রেনের ডোনেটস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়াতে গণভোট অনুষ্ঠিত হয়। এতে রাশিয়ার সঙ্গে একীভূত হতে ব্যাপক ভোট পড়েছে বলে দাবি করে মস্কো। সেই ভোটের ফলাফলের ভিত্তিতে ওই চার অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়া হয়।

তবে ওই গণভোট ও অন্তর্ভুক্তিকরণকে অবৈধ উল্লেখ করে আলবেনিয়ার উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি নিন্দা প্রস্তাব আনা হয়। এতে রুশ ফেডারেশনে যুক্ত করা ইউক্রেনের চারটি অঞ্চলকে স্বীকৃতি না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারেরও দাবি করা হয়। একই সঙ্গে আলোচনার মাধ্যমে সংঘাত কমানোর প্রচেষ্টাকে স্বাগত জানানো হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭