ওয়ার্ল্ড ইনসাইড

রুশ সেনাদের নিশ্চিহ্ন করে দেয়া হবে


প্রকাশ: 14/10/2022


Thumbnail

ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালালে পশ্চিমা অস্ত্র দিয়ে রুশ সেনাদের নিচিহ্ন করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল।

গতকাল বৃহস্পতিবার ব্রাসেলসে এক কর্মসূচিতে রাশিয়াকে প্রতি হুঁশিয়ারি দিয়ে বোরেল বলেন, ‘পুতিন বলছেন তিনি ধাপ্পাবাজি করছেন না। ভালো যে তিনি ধাপ্পাবাজি করেন না। কিন্তু এটাও স্পষ্ট হওয়া উচিত, যুক্তরাষ্ট্র এবং ন্যাটোও ধাপ্পাবাজি করছে না।’

ইউরোপীয় ইউনিয়নের এই নেতা আরও বলেন, ইউক্রেনে যেকোনো পারমাণবিক হামলার ‘জবাব’ দেয়া হবে। তবে সেটা পারমাণবিক জবাব না হলেও সামরিকভাবে এমন শক্তিশালী জবাব হবে, যার মাধ্যমে রুশ সেনারা নিশ্চিহ্ন হয়ে যাবে।

জোসেপ বোরেলের আগে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টোলটেনবার্গও এই ধরনের হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনে পারমাণবিক হামলা চালালে রাশিয়াকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭