ওয়ার্ল্ড ইনসাইড

ইরানের ড্রোন মোকাবিলায় ইউক্রেনের নতুন প্রযুক্তি প্রস্তুত


প্রকাশ: 15/10/2022


Thumbnail

ইরানের প্রযুক্তিতে তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া। অবশেষে এই ড্রোন মোকাবিলায় করার জন্য যথাযথ প্রযুক্তি প্রস্তুত করার তথ্য জানিয়েছে ইউক্রেন।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেন, রাশিয়ার হাতে ইরানের তৈরি ৩ শতাধিক ড্রোন আছে। মস্কো এই ধরনের ড্রোন আরও কয়েক হাজার কেনার চেষ্টা চালাচ্ছে।

ইউক্রেনের এই মন্ত্রী বলেন, রাশিয়া আরও ড্রোন কিনছে কিনা একদিকে সেটা যেমন লক্ষ্য রাখা হচ্ছে, অন্যদিকে ড্রোন মোকাবিলায় যথাযথ প্রস্তুটিও নেয়া হচ্ছে।

ড্রোন মোকাবিলায় প্রযুক্তি প্রস্তুত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ড্রোন বিচ্ছিন্ন করে ভেতরে কী আছে তা দেখে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়া ইরানের কামিকাজে ড্রোনসহ আরও কয়েকটি ড্রোন ব্যবহার করছে বলে খবর বের হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী ১০৯টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭