ওয়ার্ল্ড ইনসাইড

বিশ্বজুড়ে বাড়ছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা


প্রকাশ: 15/10/2022


Thumbnail

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাশে শনাক্ত ও মৃত্যু সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সারা বিশ্বে গত ২৪ ঘন্টায় প্রায় সাড়ে ৪ লাখ মানুষ এবং একই সঙ্গে বিশ্বে মারা গেছে হাজা্রেরও অধিক মানুষ। এছাড়াও গত ২৪ ঘন্টায় প্রাণহানির ফিক থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র এবং সংক্রমণের দিক থেকে শীর্ষে রয়েছে জার্মানি।

শনিবার(১৫ অক্টোবর)সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২১ হাজার ৮ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ১ হাজার ১৪৩ জন। এদিন ৩ লাখ ৭৫ হাজার ১৫৫ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

করোনায় মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র গত ২৪ ঘন্টায় এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১১ জন। একই সময়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২৬ হাজার ১ জন। 

অন্যদিকে দৈনিক সংক্রমণে গত ২৪ ঘন্টায় বিশ্বে শীর্ষে ছিল জার্মানি। এদিন করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯১ হাজার ৫০৮ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ১৬০ জন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭