ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেনে আক্রমণ না করা নিয়ে কি বললেন পুতিন?


প্রকাশ: 15/10/2022


Thumbnail

কিয়েভে আপাতত বড় ধরনের আক্রমণের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় ইউক্রেনকে ধ্বংস করা তাদের লক্ষ্য নয় বলেও জানান তিনি।

গতকাল শুক্রবার আস্তানায় এক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট বলেন, এখন আর বড় ধরনের আক্রমণের প্রয়োজন নেই। আরও অন্যান্য কাজ আছে যা পরবর্তীতে স্পষ্ট হবে।

সাংবাদিকরা পুতিনের কাছে জানতে চান–ইউক্রেনে রুশ সেনারা যা করছে এটা নিয়ে তার কোনো অনুশোচনা আছে কিনা। জবাবে পুতিন বলেন, ‘না, নেই।’

গত ৮ অক্টোবর ক্রিমিয়ার কার্চ ব্রিজে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। ঘটনার জন্য ইউক্রেন দায়ী উল্লেখ করে দু’দিন পর সমগ্র ইউক্রেনে ৮৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া। এতে অন্তত ২০ জন নিহত হন, আহত হন শতাধিক। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭