ওয়ার্ল্ড ইনসাইড

ডাকাত শাসনের অবসান চাইলেন ইমরান


প্রকাশ: 15/10/2022


Thumbnail

সিন্ধ প্রদেশে ডাকাতদের শাসনের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 

গতকাল শুক্রবার করাচিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এক র‌্যালিতে ইমরান এই কথা বলেছেন। এসময়, আগামী সাধারণ নির্বাচনে তার দল সিন্ধ ও কেন্দ্রে সরকার গঠন করবে বলেও জানান তিনি।

ইমরান বলেন, ‘সিন্ধের সম্পদ চুরি হয়ে গেছে। সেগুলোকে দেশের বাইরেও নিয়ে যাওয়া হয়েছে।’

করাচির তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইমরান বলেন, ‘করাচিতে কোনো সহিংসতা নেই, এই শহর দুবাইর চেয়েও বেশি এগিয়ে গেছে।’ 

ইমরান আরও বলেন, কোনো শক্তিই তার দলকে ঠেকাতে পারবে না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭