ইনসাইড বাংলাদেশ

ভোলায় মা ইলিশ ধরার দায়ে ৩৪ জেলে আটক


প্রকাশ: 15/10/2022


Thumbnail

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদী থেকে ৩৪ জেলেকে আটক করা হয়েছে শনিবার (১৫ অক্টোবর)। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে চারটি ট্রলার ও ২০ হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল।

আটক ৩৪ জনের মধ্যে জেলা সদরে ২৯ ও লালমেহন উপজেলার ৫জন রয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ  বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে মা ইলিশ সংরক্ষণে ভোলা সদরের তেঁতুলিয়া এবং মেঘনা নদী ও লালমোহনের তেঁতুলিয়া নদীতে অভিযান চালানো হয়।

এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে পৃথক অভিযানে ৩৪ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সাত জেলেকে সাতদিনের কারাদণ্ড, একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ চারটি ট্রলার ১ লাখ ৬৮ হাজার টাকায় নিলাম দেওয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা  মোল্লা এমদাদুল্যাহ বলেন,উৎপাদন বাড়াতে মা ইলিশ রক্ষায় গত ৭ থেকে শুরু হয়ে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। চাঁদপুরের পদ্মা-মেঘনা নৌ সীমানায় অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সেজন্য নৌ পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক টহল দিচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭