ইনসাইড বাংলাদেশ

বেগম জিয়ার বাসভবনই সাবজেল?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/01/2018


Thumbnail

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি। রায় নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনের উত্তেজনা চরমে। আর এমন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যস্ত বেগম জিয়া দন্ডিত হলে কোথায় রাখা হবে সেই স্থান নির্বাচনে।

মামলার রায়ে কারাদণ্ড হলে বেগম জিয়াকে অন্তত তিন দিন কারাগারে থাকতে হতে পারে। সেই কারাগার কোথায় হবে তা নিয়ে দফায় দফায় আলোচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় ঘনিষ্ঠ একাধিক সূত্র জানায়, নিরাপত্তার কারণে বেগম জিয়াকে বন্দী রাখার স্থান নিয়ে চিন্তিত মন্ত্রণালয়ের কর্মকর্তারা। প্রাথমিকভাবে বেগম জিয়াকে কাশিমপুর কারাগারে রাখার কথা ভাবা হয়েছিল। তবে, এখন ভাবা হচ্ছে বেগম জিয়ার গুলশানের বাড়ির কথা। ওই বাড়িকেই সাবজেল করার কথা চিন্তা করা হচ্ছে। সেক্ষেত্রে ওই বাড়িতেই কারারক্ষী সহ প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এখনো পর্যন্ত বেগম জিয়ার গুলশানের বাড়িকে সাবজেল করার বিষয়টিই স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। তবে এরপরও আরেকটি বিকল্পের কথা শোনা যাচ্ছে। দন্ডিত হলে বেগম জিয়া হয়তো ইউনাইটেড হাসপাতালে ভর্তি হতে পারেন। কারাবিধি মতে, সংশ্লিষ্ট চিকিৎসক ও কারাকতৃপক্ষের অনুমতি সাপেক্ষে দণ্ডিত কোনো ব্যক্তি যদি নিজ খরচায় কোনো হাসপাতালে থাকতে পারেন। সেক্ষেত্রে হাসপাতালেই অবস্থান নেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭