ইনসাইড বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ


প্রকাশ: 16/10/2022


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ সফররত ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ এর বৈঠক শুরু হয়েছে।

রোববার (১৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শেষে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। 

এর আগে শনিবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ব্রুনাইয়ের সুলতান। তিনি ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি বিশেষ ভিভিআইপি বিমান (রয়্যাল ব্রুনাই) বেলা ২টা ২৪ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সুলতানকে সেখানে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য ও উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান। সুলতানের সফরসঙ্গী হিসেবে এসেছেন ব্রুনাইয়ের রাজপরিবারের সদস্য, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকা সফর করছেন হাজি হাসানাল বলকিয়াহ। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭