ইনসাইড গ্রাউন্ড

প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানদের মুখোমুখি বাংলাদেশ


প্রকাশ: 17/10/2022


Thumbnail

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের লড়াইয়ের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে লাল সবুজদের প্রতিপক্ষ আফগানিস্তান।

নিউ জিল্যান্ডের ত্রিদেশিয় সিরিজের ভুল শুধরে মাঠের খেলায় নিজেদের সেরাটা দেয়ার প্রত্যয় সাকিব আল হাসানের দলের। সে লক্ষ্যে গতকাল ঐচ্ছিক অনুশীলনে সবুজ ঘাসের উইকেটে ঘাম ঝরিয়েছেন সৌম্য-তাসকিনরা। সেরে নিয়েছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে ত্রিদেশিয় সিরিজ ও দীর্ঘ বিমান যাত্রার ধকল সামলে নিতে অনুশীলনে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান, লিটন দাসসহ বেশ কয়েকজন ক্রিকেটার।

এ ম্যাচে বাংলাদেশ দলের টপ অর্ডারের দিকে আলাদা নজর থাকবে সকলের। উদ্বোধনী জুটি নিয়ে টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা কমাতে শেষ মুহূর্তে সাব্বির রহমানের পরিবর্তে দলে অর্ন্তভূক্ত করা হয়েছে সৌম্য সরকারকে। ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচে চারটি ভিন্ন উদ্বোধনী জুটি খেলানো হলেও সাফল্য পায়নি দল। তবে প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপে সম্ভাব্য ব্যাটিং একাদশের ছবি পরিস্কার হবে বলে মনে করেন টাইগারদের ব্যাটিং কোচ জেমি সিডন্স। সেই সাথে টপ অর্ডারে প্রত্যাশিত রান পাওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন এই অজি কোচ।

তবে প্রতিপক্ষ আফগানস্তিান হওয়ায় সতর্কই থাকতে হচ্ছে বাংলাদেশ দলকে। টি-টোয়েন্টিতে আফগানরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে হয়ে উঠেছেন ভয়ঙ্কর প্রতিপক্ষ। রশিদ-মুজিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সাথে জাজাই-গুরবাজদের মারকাটারি ব্যাটিংয়ে যে কোন প্রতিপক্ষকেই হারানোর সক্ষমতা রয়েছে এশিয়ার নবীনতম দলটির।

দুই দলের মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে আফগানিস্তান। ৮ ম্যাচে আফগানদের ৫ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ৩টিতে। বেলা দুইটায় শুরু হবে ম্যাচটি। আগামী ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭