ইনসাইড বাংলাদেশ

‘কেন বেগম জিয়া ছাড়া নির্বাচনে যাবো না?’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/01/2018


Thumbnail

বিজেপি নেতা আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘আমাদের আন্দোলনের শক্তি কতটুকু আছে? আমরা তো ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার। বিএনপি নেতারা যেসব হুমকি ধামকী দিচ্ছে, শেষ পর্যন্ত তা যেন কৌতুকে পরিণত না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে।’

গত রোববার ২০ দলীয় জোটের বৈঠকে পার্থ এ মন্তব্য করেন। বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে, তাঁর গুলশান কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জিয়া অরফানেজ মামলার রায় পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে পার্থ বলেন, আন্দোলনের আগে লক্ষ্যস্থির করতে হবে। ধাপে ধাপে লক্ষ্যে পৌছানোর কর্মসূচি থাকতে হবে। তিনি বলেন আন্দোলনের কৌশল কী? সরকারকে ফেলে দেবো, পতন ঘটাবো-এসব যাঁরা বললেন তাঁদের মধ্যেই গলদ আছে। বিজেপির এই নেতা বলেন, বলা হচ্ছে বেগম জিয়া ও তারেক জিয়াকে ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না। কেন বেগম জিয়া ছাড়া নির্বাচনে যাবো না? বেগম জিয়া নির্বাচনের যোগ্য অথচ তত্ত্বাবধায়ক সরকার হলো না, আমরা কি নির্বাচনে যাবো?’

পার্থ বলেন, ‘আমরা যদি সরকার পতনের আন্দোলন চাই তাহলে কর্মসূচি ঠিক করে আন্দোলন করতে হবে, সেটা হতে হবে নিয়মতান্ত্রিক। ফাঁকা কথা বলে হালকা হয়ে লাভ নেই।’ পার্থ বিএনপি নেতৃবৃন্দের সমালোচনা করে বলেন, তাঁরা কী চান সেটা স্পষ্ট নয়।

 

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭