ইনসাইড গ্রাউন্ড

নামিবিয়াকে হারিয়ে সুপার টুয়েলভের কাছাকাছি নেদারল্যান্ডস


প্রকাশ: 18/10/2022


Thumbnail

মুদ্রার এপিঠ-ওপিঠ দুটোই দেখা হয়ে গেলো নামিবিয়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হেরেছে নামিবিয়া।

নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে চমক দেখানো দলটিকেই আজ পেতে হলো হারের স্বাদ। জিলংয়ের কার্ডিনা পার্কে টস জিতে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করে উঠতে করতে পারেনি নামিবিয়ান ব্যাটসম্যানরা। ম্যাচের শুরুতেই ওপেনার ডিভিয়ান লা কুকের উইকেট হারায় নামিবিয়া। ২২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় দলটি। 

আগের ম্যাচের জয়ের নায়ক ইয়ান ফ্রাইলিঙ্কের ব্যাটে ভর করে সে ধাক্কা সামাল দেয় নামিবিয়া। তবে ডাচদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কোরবোর্ডে রান উঠতে থাকে ধীরগতিতে। ৪৮ বলে ৪৩ রান করে ফ্রাইলিঙ্ক আউট হলে বড় স্কোরের আশাও অনেকটা স্তমিত হয়ে যায় নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে আসা নামিবিয়ার। বোলারদের নৈপূণ্যে নির্ধারিত ২০ ওভার শেষে নামিবিয়ার সংগ্রহ দাড়ায় ৬ উইকেটে ১শ'২১ রান। নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন বাস ডি লিডি।

লক্ষ্য বেশি বড় নয়, তাই নেদারল্যান্ডসের দুই ওপেনারও মনে হয় বেশ নির্ভার ছিলেন। নামিবিয়ার বোলারদের উপর শুরু থেকেই চড়াও হন তারা। পাওয়ার প্লে'তে কোন উইকেট না হারিয়ে তুলে ফেলেন ৫১ রান। দলীয় ৫৯ রানে বিক্রমজিৎ সিং আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি। লক্ষ্যটাও কমে যাওয়ায় ডাচদের জয়কে মনে হচ্ছিল সময়ের ব্যবধান মাত্র। তবে নামিবিয়ার বোলাররা লিখলেন অন্য গল্প। 

১৬তম ওভারে জেজে স্মিট দুই উইকেট তুলে নিলে নাটকীয়তার সৃষ্টি হয় ম্যাচে। সহজ লক্ষ্যটাকে তখন দূরের বাতিঘর মনে হচ্ছিলো নেদারল্যান্ডসের জন্য। তবে বাস ডি লিডি ও টিম প্রিঙ্গল ৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নিয়ে যান ডাচদের। টানা দুই জয়ে সুপার টুয়েলভের পথে অনেকটাই এগিয়ে গেলো নেদারল্যান্ডস। আর খেলা দেখতে আসা দর্শকরা বাড়ি ফিরবেন দারুণ রোমাঞ্চকর এক ম্যাচের সাক্ষী হয়ে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭