ইনসাইড বাংলাদেশ

ব্যাংদাহ সীমান্ত থেকে ১০৬ পিস স্বর্ণের বার উদ্ধার


প্রকাশ: 18/10/2022


Thumbnail

ভারতে পাচারের সময় যশোরের ঝিকরগাছা সীমান্তের ব্যাঙদা এলাকা থেকে সাড়ে ১২ কেজি ওজনের ১০৬ পিস স্বর্ণের বারসহ সাজু আহম্মেদ (২০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।যার ওজন সাড়ে ১২ কেজি। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকাল তিনটার দিকে ঝিকরগাছা উপজেলার ব্যাঙদা এলাকা থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়।সে যশোরের চৌগাছা থানার কাবিলপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান,যশোরের ঝিকরগাছা উপজেলার কাবিলপুর গ্রামের ব্যাঙদা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে। এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা উক্ত সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে পাচারকারী সাজুকে আটক করা হয়। পরে তার শরীরের মাজায় কাপড়ে মোড়ানো কৌশলে সেট করা অবস্থায় ১০৬ টি স্বর্ণের বার জব্দ করে। জব্দকৃত স্বর্ণের মূল্য ১০ কোটি টাকা বলে জানান বিজিবির অধিনায়ক। আটককৃতকে মামলা দিয়ে স্বর্নসহ ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান স্বর্ণের ব্যবসায়ী, গডফাদারসহ পাচারকারীদের আইনের আওতায় আনা হবে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭