ইনসাইড ইকোনমি

নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১৬.৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/01/2018


Thumbnail

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার বাড়িয়ে ২০১৭-১৮ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করলেন গভর্নর ড. ফজলে কবির। ।

সোমবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের ৫ম তলার জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত প্রেস কনফারেন্সে এ মুদ্রানীতি ঘোষণা করা হয়।

এসময় বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি সংবলিত ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট’ প্রকাশ করা হয়।নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়িয়ে ১৬ দশমিক ৮ শতাংশ এবং সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমিয়ে ১৩ দশমিক ৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থবছরের  প্রথমার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ১৬ দশমিক ২ শতাংশ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক।

বিনিয়োগ ও উৎপাদন কর্মকান্ডে গতিশীলতা বজায় রাখতে দ্বিতীয়ার্ধে অভ্যন্তরীণ ঋণের যোগান প্রবৃদ্ধি ১৫ দশমিক ৮ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে।  এর ফলে ৭ দশমিক ৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলেও মনে করে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া রিভার্স রেপো নীতি সুদহার ৬ দশমিক সাত পাঁচ শতাংশ এবং ৪ দশমিক সাত পাঁচ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে।

বাংলা ইনসাইডার/ এসএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭