ইনসাইড বাংলাদেশ

ফুলবাড়িতে বিজিবি'র উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান


প্রকাশ: 19/10/2022


Thumbnail

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সীমান্তবর্তী তালুক শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্বাস্থ্য ক্যাম্পেইনে প্রায় দেড় হাজার মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়। 

বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাপনা ও উদ্বোধন করেন, বিজিবির লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন- বিজিবির শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সওদাগর মিয়া, হাবিলদার লুৎফর রহমানসহ স্থানীয় অনেকে।

অনুষ্ঠানে মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী বলেন, বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটেলিয়ন সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। নিজস্ব চিকিৎসকদের নিয়ে বিনামূল্যের এ চিকিৎসাসেবা অব্যাহত থাকবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭