টেক ইনসাইড

ইউটিউবে দেখা যাবে গুগল মিটিং


প্রকাশ: 19/10/2022


Thumbnail

গুগল মিটে মিটিং চলাকালীন সময়ে লাইভ শেয়ারিং করা যায়। বর্তমানে গুগল মিট তাদের লাইভ ইভেন্ট ইউটিউবের সঙ্গে কো-স্ট্রিম করার সুবিধা দিচ্ছে। চলতি বছরের শুরুতে এই সুবিধার একটি ডেমো চালু করেছিল প্রতিষ্ঠানটি। তবে সম্প্রতি এর পূর্ণাঙ্গ সার্ভিসটি অবমুক্ত করেছে গুগল।

এই সার্ভিসটি চালু করতে হলে প্রথমেই আপনার একটি অ্যান্ড্রয়েড ডিভাইস থাকতে হবে। এরপর ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। যার মাধ্যমে গুগল মিট ও ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস রয়েছে। একই সঙ্গে ইউটিউবে লাইভ শেয়ারিং সেশন একটিভ করার জন্য প্রিমিয়াম মেম্বারশিপ থাকতে হবে।

ইউটিউবে গুগল মিটের মিটিংয়ের ভিডিও যেভাবে দেখা যাবে-

১। এরপর গুগল মিটের মিটিং শুরু হওয়ার পর স্ক্রিনের কল কন্ট্রোল অপশনে ক্লিক করতে হবে। 

২। সেখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে অ্যাক্টিভিটিস মেনুতে যেতে হবে।

৩। অ্যাক্টিভিটিস মেনু থেকে ইউটিউব বাটনে ক্লিক করতে হবে।

৪। এরপর যে ভিডিওটি ইউটিউবে লাইভ করতে চান, সেটি সিলেক্ট করতে হবে।

৫। তারপর কো-ওয়াচ বাটনে ক্লিক করতে হবে। পরে পপ-আপ ম্যানু থেকে ‘স্টার্ট এ লাইভ শেয়ারিং সেশনে’ ক্লিক করলেই গুগল মিটের মিটিংয়ের ভিডিও ইউটিউবেও লাইভ হওয়া শুরু করবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭