ইনসাইড গ্রাউন্ড

আইরিশদের ১৭৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিলো স্কটল্যান্ড


প্রকাশ: 19/10/2022


Thumbnail

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দেখিয়েছে স্কটল্যান্ড। এবার আয়ারল্যান্ডের সামনেও চ্যালেঞ্জিং এক লক্ষ্য ছুড়ে দিয়েছে স্কটিশরা।

মাইকেল জোনসের ৫৫ বলে ৮৬ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৭৬ রান তুলেছে স্কটল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারা আইরিশদের বিশ্বকাপে টিকে থাকতে হলে করতে হবে ১৭৭ রান।

হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় স্কটল্যান্ড। শুরুতেই তারা জর্জ মুনসেকে (১) হারিয়েছিল। তবে এরপর জোনসের দায়িত্বশীল ইনিংস এবং পরের ব্যাটারদের অবদানে ঠিকই চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়ে যায় স্কটিশরা।

সেঞ্চুরির সম্ভাবনা জাগানো জোনস ইনিংসের ৭ বল বাকি থাকতে আউট হন ৮৬ করে। ৫৫ বলে গড়া তার ইনিংসে ছিল ৬ চার আর ৪ ছক্কার মার।

এছাড়া ম্যাথিউ ক্রস ২১ বলে ২৮, অধিনায়ক রিচি বেরিংটন ২৭ বলে ৩৭ এবং মাইকেল লিস্ক ১৩ বলে করেন অপরাজিত ১৭ রান।

আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল কার্তিস ক্যাম্পার। ২ ওভারে ৯ রান দিয়ে তিনি নেন ২টি উইকেট।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭