ওয়ার্ল্ড ইনসাইড

উড়োজাহাজের ভেতর সাপ, আতঙ্কে যাত্রীরা


প্রকাশ: 20/10/2022


Thumbnail

ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নিউ জার্সি অঙ্গরাজ্যের দিকে যাচ্ছিল। নিউ জার্সির বিমান বন্দরের কাছে পৌঁছানোর পর যখন সেটি নামার প্রস্তুতি নিচ্ছিল, তখন বিজনেস ক্লাসের কয়েকজন যাত্রী উড়োজাহাজের মেঝেতে একটি সাপ দেখতে পান।

অপ্রত্যাশিতভাবে এই সাপ দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা সিটের ওপর পা উঠিয়ে বসেন ও কেবিন ক্রুদের বারবার অনুরোধের পর শান্ত হন। অবশ্য ততক্ষণে নিউজার্সির বিমানবন্দরে অবতরণ করে ফেলে বিমানটি। 

এরপর বিমানবন্দরের পুলিশ ও নিউজার্সি অঙ্গরাজ্যের বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের কর্মীদের সহায়তায় সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

ইউনাইটেড এয়ারলাইন্সের উড়োজাহাজের সাপটি গাটার স্নেক প্রজাতির। এই প্রজাতির সাপ সাধারণত ১৮৮ ইঞ্জি থেকে ২৬ ইঞ্চি পর্যন্ত দীর্ঘ হয়। তবে এটি একটি নির্বিষ প্রজাতির সাপ। ফ্লোরিডায় এই সাপটি বেশ ভালো পরিমাণেই রয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭