ইনসাইড হেলথ

নভেম্বরে কমতে পারে ডেঙ্গুর প্রকোপ


প্রকাশ: 20/10/2022


Thumbnail

চলতি বছরের অক্টোবর কিংবা বা নভেম্বর মাসের শুরুতে ডেঙ্গুর প্রকোপ কমতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক নাজমুল ইসলাম।

আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস ট্রান্সমিটেড ডিজিজেস (এটিডিএস) নিয়ন্ত্রণ কর্মসূচি আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময়, এডিস মশার জন্মে সহায়ক পরিবেশ সৃষ্টি না হলে কিংবা বৃষ্টি না হলে খুব দ্রুত প্রাদুর্ভাব কমবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

নাজমুল ইসঃলাম বলেন, জলবায়ু পরিবর্তন এবং সচেতনতার অভাবেই মূলত এবার ডেঙ্গুর সংক্রমণ বেড়েছে। পাশাপাশি যথাসময়ে চিকিৎসকের কাছে না আসতে পারা কিংবা অবহেলার কারণে ডেঙ্গুতে মৃত্যু ঘটছে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। যথাসময়ে চিকিৎসকের কাছে গেলে ডেঙ্গুরোগীর মৃত্যু অনেক কমে আসবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭