ইনসাইড গ্রাউন্ড

নামিবিয়া না নেদারল্যান্ডস, কে যাচ্ছে মূলপর্বে!


প্রকাশ: 20/10/2022


Thumbnail

'এ' গ্রুপের প্রথম রাউন্ডের আরেক ম্যাচে লড়ছে নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাত। বাছাইপর্বে দুই দলেরই এটি শেষ ম্যাচ। জিলংয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত। এ ম্যাচে আরব আমিরাতকে হারাতে পারলে সুপার টুয়েলভের আশা টিকে থাকবে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা নামিবিয়ার। আমিরাতকে বড় ব্যবধানে হারিয়ে এ ম্যাচে নিজেদের রান রেটও বাড়িয়ে নেয়ার তাগিদ থাকবে ডেভিড ভিসা-ফ্রাইলিঙ্কদের।

টানা দুই ম্যাচ হেরে মূলপর্বের দৌড় থেকে ছিটকে পড়েছে সংযুক্ত আরব আমিরাত। নামিবিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি তাই তাদের নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে। তবে খালি হাতে হয়, বিশ্বকাপ থেকে একটি জয় সঙ্গী করে দেশে ফিরতে চান আরব আমিরাতের ক্রিকেটাররা। আগের ম্যাচে হ্যাটট্রিক করা লেগস্পিনার কার্তিক মায়াপ্পনের দিকে বাড়তি নজর থাকবে এ ম্যাচে। ৫ম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখান তিনি। এ ম্যাচে আরব আমিরাত দলে এসেছে ৩টি পরিবর্তন। স্কোয়াডে ১টি পরিবর্তন এনেছে নামিবিয়াও।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭