ইনসাইড গ্রাউন্ড

নকআউট ম্যাচে মুখোমুখি স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে


প্রকাশ: 21/10/2022


Thumbnail

প্রথম রাউন্ডে 'বি' গ্রুপের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করছে স্কটল্যান্ড। বিশ্বকাপের সুপার টুয়েলভের টিকিট পাওয়ার লড়াইটি পরিণত হয়েছে নকআউট ম্যাচে। দুই দলের সামনেই সুযোগ রয়েছে পরের রাউন্ডে যাওয়ার। 

নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দেখায় স্কটল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে জয়ের আশা জাগিয়েও কার্টিস ক্যাম্পার ও জর্জ ডকরেলের ১১৯ রানের জুটিতে আয়ারল্যান্ডের কাছে হেরে যায় স্কটিশরা। এই দুই ব্যাটসম্যান স্কটল্যান্ডের দেয়া ১৭৭ রানের লক্ষ্য ছুয়ে ফেলেন এক ওভার হাতে রেখেই। আগের ম্যাচের হারের ক্ষত ভুলে জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাড়ানোর প্রত্যয়  স্কটল্যান্ডের। মাঠে খেলতে চান নিজেদের সেরা ক্রিকেট।

জিম্বাবুয়ের গল্পটাও চমকপ্রদ। প্রথম ম্যাচে দাপুটে পারফরম্যান্সে আয়ারল্যান্ডকে হারায় দলটি। তবে পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় জিম্বাবুয়ে। জমে উঠে 'বি' গ্রুপের লড়াই। চারটি দলই ১টি করে জয় নিয়ে পরের রাউন্ডে যাওয়ার সম্ভবনা বাচিয়ে রাখে। 

আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আয়ারল্যান্ড সুপার টুয়েলভ নিশ্চিত করায় এ ম্যাচে জয়ী দলটি চলে যাবে বিশ্বকাপের মূলপর্বে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭