ইনসাইড বাংলাদেশ

শ্রেষ্ঠ মানবাধিকার কর্মীর পদক পেলেন লক্ষীপুরের এএইচএম দুলাল


প্রকাশ: 21/10/2022


Thumbnail

সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের নিয়ে জাতীয় প্রশিক্ষণ কর্মশালা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে লক্ষীপুর জেলার শ্রেষ্ঠ মানবাধিকার কর্মীর পদক পেলেন এএইচএম দুলাল । বিশিষ্ট ব্যবসায়িক সমাজসেবক এএইচএম দুলাল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট (সিএইআরএম)-এর জেলা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। 

জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট (সিএইআরএম)র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি আব্দুস সালাম মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর সিনিয়র আইনজীবী দুদকের প্রধান কুশলী জনাব এডভোকেট খুরশেদ আলম খাঁন, প্রধান আলোচক ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোস্তফা কামাল, ত্রিপুরার সাংবাদিক  মুরশিদ আলী। গাজী টেলিভিশনের সিনিয়র নিউজরুম এডিটর সাংবাদিক ফরিদুর রহমান এবং  অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান ডক্টর মোঃ জিয়াউর রহমান, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোটের সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন সংস্থার নির্বাহী প্রধান আলহাজ্ব লায়ন ডক্টর মোজাহেদুল ইসলাম মুজাহিদ।

প্রধান অতিথি বিচারপতি আব্দুস সালাম মামুন বলেন, আইন সকলে জানেন এটাই বিবেচ্য-আপনাদের কার্যক্রম, আপনার চেষ্টাকে আমি সাধুবাদ জানাই। অনুষ্ঠানের বিশে অতিথি আন্তর্জাতিক এ মানবাধিকার প্রতিষ্ঠানের কার্যক্রম, অগ্রগতি ও মানুষের জন্য কাজ করার দৃষ্ঠান্তকে জাতির কল্যানে আসবে নিঃসন্দেহে।

তিনি বলেন, প্রয়োজনে আপনাদের কাজে আমি সক্রিয় সহযোগিতার জন্য প্রস্তুত থাকব।এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোচক, ভারতের আগরতলার বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর  মোস্তফা কামাল।  

অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর প্রমীলা জেসমিন বলেন-মানুষ সৃষ্টির সেরা জীব, নারী-পূরুষের সম্মান বিষয়ে বলেন-নারী-পূরুষ একে অপরের পোষাক স্বরূপ। মানবাধিকার  কে পদক দেয়া হয়।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবাধিকার ও নারী বিষয়ক গবেষক ডক্টর প্রমীলা জেসমিন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী নেতা এডভোকেট শেখ তাহসিন আলী, বাড্ডা ল কলেজের অধ্যক্ষ এডভোকেট আবুল কালাম স্বাধীন, ব্যারিস্টার কাজী রহমান মানিক , সংস্থার ফেলো সদস্য অবসরপ্রাপ্ত সরকারী কর্মকতা এসএম শিব্বির আহমেদ, কথা সাহিত্যিক মোনালিসা মুন্নী, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী মোহাম্মদ ইসলাম সহ দেশের বিভিন্ন জেলার  ৯৬জন মানবাধিকার কর্মী ও সাংবাদিবৃন্দ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭