ইনসাইড বাংলাদেশ

চাঁদপুরে ইলিশ ধরার অপরাধে ৪১ জেলে আটক


প্রকাশ: 21/10/2022


Thumbnail

চাঁদপুরের পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে গত ২৪ ঘন্টায় ইলিশ ধরার অপরাধে ৪১ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও জেলা টাস্কফোর্স।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, অভয়াশ্রম এলাকার পদ্মা-মেঘনা মোহনাসহ সদর উপজেলার রাজরাজেশ্বর, পুরাণবাজার, লক্ষ্মীচর, চিরারচর, আনন্দবাজার, ইব্রাহিমপুর, লক্ষ্মীপুর, হানাচরসহ বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল থেকে শুক্রবার (২১ অক্টোবর) ভোর পর্যন্ত ৪১ জেলেকে আটক করা হয়েছে। 

এদের মধ্যে ১৯ জনের বিরুদ্ধে মৎস্য আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। বাকি ১৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গত ৭ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযান চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। এ সময় ইলিশসহ সবধরণের মাছ ধরা বন্ধ থাকবে দেশের ছয়টি অভয়াশ্রমে। শুধু তাই নয়, সারাদেশে ইলিশ পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭