ইনসাইড এডুকেশন

ভোলায় নিয়োগ পরীক্ষায় আটক ৯ পরীক্ষার্থী


প্রকাশ: 22/10/2022


Thumbnail

ভোলায় সমাজসেবা অধিদপ্তরের ৩য় শ্রেণীর সমাজকর্মী নিয়োগ পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই নারীসহ ৯ জনকে আটক করেছে ভোলা সদর থানা পুলিশ।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে শহরের পরীক্ষা চলাকালীন ৪টি কেন্দ্রে থেকে  তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ইলেক্ট্রনিক ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শুক্রবার ২১ অক্টোবর ২০২২, সমাজসেবা অধিদপ্তরের ৩য় শ্রেণীর সমাজকর্মী (ইউনিয়ন) পদে জনবল নিয়োগের  লিখিত পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে অসাধুপায় অবলম্বনের দায়ে ০৪টি কেন্দ্র হইতে দুই নারীসহ মোট ০৯ জন পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে ভোলা সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন ১। ভোলা লালমোহন উপজেলার বারির উল্লাহ ছেলে মোঃ সোহেল ও মোঃ শাহাজানের ছেলে মোঃ ফজলুল  কবির এবং মোঃ রাজ্জাকের ছেলে মোঃ রাজিব হোসেন।

 তজুমুদ্দিনের আঃ রহিমের ছেলে মোঃ ইউসুফ। ভোলা পূর্ব ইলিশার আঃ রব হাওলাদারের ছেলে মোঃ মাকসুদ।
ভোলা ব্যাংকেরহাটের মোঃ কাঞ্চন মিয়ার ছেলে মোঃ নুর উদ্দিন।

ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম  জানান, সমাজসেবা অধিদপ্তরের ৩য় শ্রেণীর সমাজকর্মী (ইউনিয়ন) পদে জনবল নিয়োগের  লিখিত পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে অসাধুপায় অবলম্বনের দায়ে ০৪টি কেন্দ্র হইতে দুই নারীসহ মোট ০৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭