ইনসাইড বাংলাদেশ

কুড়িগ্রামে চিনির বাজারে অভিযান


প্রকাশ: 23/10/2022


Thumbnail

কুড়িগ্রামে চিনির বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে বাজার তদারকিতে নেমেছেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়।

শনিবার (২২ অক্টোবর) জেলা শহরের চিনির বাজারে অভিযান চালায় সংস্থাটির বাজার তদারকি দল। অভিযানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জেলা শহরে চিনির ৩ টি পাইকারি প্রতিষ্ঠানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে চিনি বিক্রি করায় শহরের রিভারভিউ মোড়ের দবির স্টোরের মালিক রেজাউল করিমকে পাঁচ হাজার, একই অপরাধে জিয়া বাজারের হযরত আলীকে ১০ হাজার এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় কালিবাড়ির এন কে ট্রেডার্সের মালিক নারায়ণ চন্দ্র কুন্ডুকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযানে সহযোগিতা করেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম ও সদর থানা পুলিশের সদস্যরা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭