লিট ইনসাইড

কলকাতা বই মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/01/2018


Thumbnail

আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৪২তম কলকাতা আন্তর্জাতিক বই মেলা৷ বিকেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেলার উদ্বোধন করবেন৷ খুব দ্রুত চলছে স্টল বানানোর শেষ মুহূর্তের কাজ যা আজকের মধ্যেই শেষ হবে বলে আশাবাদী মেলা কর্তৃপক্ষ৷

তবে প্রকাশকদের দাবি, বুধ-বৃহস্পতিবারের আগে কোনোভাবেই বইমেলা পুরোদমে শুরু করা সম্ভব হবে না৷ ছোট স্টলগুলোর অধিকাংশের কাজ সম্পূর্ণ হয়ে গেলেও, বড় স্টলগুলোতে অনেক কাজ এখনো বাকি।

ইতিমধ্যেই বিধাননগর পৌরসভা ও কমিশনারের পক্ষ থেকে যৌথভাবে একটি অ্যাপ চালু করা হয়েছে৷ মঙ্গলবার থেকেই অ্যাপটি ডাউনলোড করা যাবে৷ মেলার প্রত্যেকটি গেটের বাইরে সেই অ্যাপ সম্পর্কে বিজ্ঞাপনও থাকবে৷ অ্যাপে শুধু বইমেলার স্টল সম্পর্কেই নয়, পূর্ণাঙ্গ রুট ম্যাপ, যে স্টলে আছেন এবং যে স্টলে যেতে চান তার নির্দেশনা পাবেন৷


বাংলা ইনসাইডার/এএফ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭