ইনসাইড বাংলাদেশ

পটুয়াখালীতে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে গণ অনশন


প্রকাশ: 23/10/2022


Thumbnail

সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচী পালন করছে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখা। 

শনিবার ২২ অক্টোবর, সকাল থেকে শহরের লঞ্চ টার্মিনাল সংলগ্ন রাস্তার পাশে এ কর্মসূচি পালিত হয়েছে। 

হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি অতুল দাসের সভাপতিত্বে গন অনশন কর্মসূচীর সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি স্বপন ব্যানার্জী জেলা জাসদ সভাপতি দেলোয়ার হোসেন দিলিপ প্রমুখ। 

এসময় বক্তারা সরকারের কাছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, দেবত্তর সম্পত্তি সংরক্ষন আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভুমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭