কালার ইনসাইড

‘দামাল’ দেখে সিনেমা হল ভেঙে ফেলতে বললেন ফারুকী


প্রকাশ: 23/10/2022


Thumbnail

আসছে ২৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রায়হান রাফী পরিচালিত ছবি 'দামাল'। মুক্তি উপলক্ষে এখন প্রচারণায় ব্যস্ত ছবিটির কলাকুশলীরা। সেই প্রচারণার অংশ হিসেবেই আজ সুন্ধরা কিংস বনাম দামাল টিম প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।  যে ম্যাচে সিনেমার মতো বাস্তবের খেলার মাঠেও জ্বলে উঠলেন সিয়াম ও রাজ।

বসুন্ধরা কিংস অ্যারিনায় দামাল ছবির প্রচারণা উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হলো ফুটবল উৎসব। শনিবার বসুন্ধরা কিংসের ফুটবলার ও অফিসিয়াল, টি-স্পোর্টসের কর্মকর্তা এবং মুক্তিযুদ্ধ ও ফুটবল নিয়ে তৈরি করা ছবি দামালের শিল্পী ও কলাকুশলীদের নিয়ে গঠিত দুটি দল এক প্রীতি ফুটবল ম্যাচ খেলে।  

এ সময় দামাল টিমকে প্রেরণা দিতে মাঠে হাজির হয়েছিলেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী, অভিনেতা জাহিদ হাসান, রিয়াজ, ফেরদৌস, সমু সৌধুরী,  এফ এস নাঈম, সোহেল মন্ডল, অভিনেত্রী নিপুণ,  সুনেরাহ বিনতে কামালসহ অনেকেই। 

ফারুকী বলেন, রাফীকে আমি খুব পছন্দ করি। আমাদের প্রিয় ফিল্ম নির্মাতাদের একজন সে। সে স্বাধীন বাংলা ফুটবল দলকে নিয়ে দামাল বানিয়েছে। এটা ইতিহাসের উল্লেখযোগ্য ব্যাপার। আমি মনে করি শুধু ইতিহাস নয়, রাফী সামনে আরও অনেক পারপাস সার্ভ করুক। তার জন্য শুভকামনা।দর্শকদের বলছি আপনারা ‘দামাল’ দেখে সিনেমা হল ভেঙে ফেলেন। 

রাফীর প্রসঙ্গে এই নির্মাতা  আরও বলেন, রাফীকে না চিনলেও ফেসবুকে ওর শর্টফিল্ম দেখেছিলাম। এখন সে তার প্রতিটি কাজে নিজেকে উন্নত করার চেষ্টা করছে। তাঁর খাঁচার ভিতর অচিন পাখি দেখলে বোঝা যায় সে কতটা ম্যাচিউর ভাবে কাজটা করেছে। আগামীতে তার দামাল আসছে। আশা করবো সে অতীতের চেয়ে সামনে আরও ভালো করবে। আমি তার সাফল্য কামনা করি।

স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে ফরিদুর রেজা সাগরের গল্পে এর চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ মুক্তি পাচ্ছে ২৮ অক্টোবর। তার আগে জোর প্রচারণায় নেমেছে ছবির পুরো টিম।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭