ইনসাইড বাংলাদেশ

৮ ফেব্রুয়ারির ড্রেস রিহার্সেল দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/01/2018


Thumbnail

আদালত থেকে বেগম জিয়ার ফেরার পথে মঙ্গলবারও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের। এ ঘটনায় অন্তত ৭ পুলিশ সদস্য আহত হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে জিয়া অরফানেজ দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে। এমন সময় এই হামলাকে ৮ ফেব্রয়ারির ড্রেস রিহার্সেল বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

একাধিক সূত্রে জানা গেছে, হাইকোর্ট মোড়ে বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা করা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা ছিল মারমুখী।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের ঢাকায় আনা হচ্ছে। নেতকর্মীদের এমন উপস্থিতির লক্ষ্য হলো ৮ ফেব্রুয়ারির রায় ঘোষণার পর রাজধানীতে সন্ত্রাস ও অরাজকতা কায়েম করা। এরই অংশ হিসেবে বেগম জিয়া আদালতে এলেই বিপুল সংখ্যক নেতাকর্মীরা আদালতে অবস্থান নেয়। মঙ্গলবারও এমনই নেতা-কর্মীরা উপস্থিত হয়েছিল। আর পুলিশের ওপর হামলা হলো ৮ ফেব্রুয়ারির পরবর্তী সম্ভাব্য পরিস্থিতির ড্রেস রেহার্সেল বলে মনে করছে বিশেষজ্ঞরা।

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭