ইনসাইড গ্রাউন্ড

কেমন হবে টাইগার একাদশ?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/01/2018


Thumbnail

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শুরু হচ্ছে বুধবার থেকে। ত্রিদেশীয় সিরিজের ব্যর্থতার পর টেস্টে জয়ের মালা গলায় দেওয়াই এখন বাংলাদেশের লক্ষ্য। অন্যদিকে ওয়ানডের সাফল্য টেস্টেও ধরে রাখতে চাইবে হাথুরুসিংহের দল।

চট্টগ্রামে প্রথম টেস্টে মাহমুদুল্লাহর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে চান্দিমালের শ্রীলঙ্কা। এই টেস্ট দিয়ে দশম টেস্ট অধিনায়কের অধীনে খেলতে নামবে টিম বাংলাদেশ।

সাকিব যে দলের জন্য কী, সে না থাকলে তা বোঝা যায়। সাকিব থাকলে ৬ ব্যাটসম্যান, ১ অলরাউন্ডার, ৪ বোলার মাঠে নামতো। কিন্তু এখন? সাকিব আল হাসানের অনুপস্থিতিতে কেমন হতে পারে একাদশ?

টিম ম্যানেজমেন্টের সামনে মূল চ্যালেঞ্জটা থাকবে সাকিবের জায়গাটা পূরণ করা। দলের অবস্থা বিবেচনায় সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে ব্যাটসম্যান নিলেই ভালো। আর শ্রীলঙ্কার যেহেতু বাঁহাতি বেশি, সেহেতু সাকিবের বোলিংয়ের অভাব মাহমুদুল্লাহ-মোসাদ্দেকের অফস্পিন পুষিয়ে নেওয়ার চেষ্টাটা করা যেতে পারে। অবশ্য এক্ষেত্রে আব্দুর রাজ্জাক, তানভীর হায়দার লিখন এবং তরুণ সানজামুলের মধ্যে কোনো একজন অন্তর্ভুক্ত হতেও পারেন।

তবে সানজামুল না রাজ্জাক খেলবেন সেটাও নিশ্চিত করে বলা যাবে না। রাজ্জাক সানজামুলের থেকে শুধু অভিজ্ঞতায়ই এগিয়ে আছেন। আবার তানবীর হায়দার ব্যাট হাতে কিছুটা পারদর্শী, তাই তাঁকেও খেলানোর সম্ভাবনা আছে।

একাদশে লিটন দাস থাকছে তা প্রায় নিশ্চিতই বলা যায়। কিন্তু প্রশ্ন হলো, কিপিং করবে কে? পারফরম্যান্স ও সব দিক বিবেচনায় লিটন দাসেরই কিপিং করার সম্ভাবনা বেশি। সাম্প্রতিক সময়ে উইকেটের পিছনে লিটন মুশফিকের চেয়ে বেশি যোগ্য। মুশফিক নিজেও জানেন, সবার আগে দলের স্বার্থ। এ কথা ভেবেই হয়তো তাঁর আবেগের জায়গা কিপিংকে লিটনের জন্য ছেড়ে দিতে পারেন।

সম্ভাব্য টাইগার একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক সৈকত, লিটন দাস, মেহেদী মিরাজ, সানজামুল/রাজ্জাক, রুবেল, মুস্তাফিজ।


বাংলা ইনসাইডার/ডিআর/জেডএ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭