ইনসাইড গ্রাউন্ড

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি এশিয়ার চ্যাম্পিয়নরা


প্রকাশ: 25/10/2022


Thumbnail

সুপার টুয়েলভের ম্যাচে লড়ছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। পার্থ স্টেডিয়ামে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচটি অনেকটাই টুর্নামেন্টে টিকে থাকার লড়াই বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। গ্রুপ-১ এর প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে ব্যাকফুটে রয়েছে স্বাগতিকরা। তার উপর ঘরের মাঠে, নিজ কন্ডিশন বিবেচনায় প্রতিযোগিতার অন্যতম ফেভারিটও তারা। তবে শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে প্রতিটি ম্যাচেই জিততে হবে অজিদের। হারলেই শঙ্কা রয়েছে টুর্নামেন্টে থেকে ছিটকে পড়ার। শুধু জিতলেই হবে না, রানরেটের দিকেও নজর রাখতে হবে স্বাগকিতদের।

অবশ্য তুলনামূলক সহজ সমীকরণ সামনে রেখে মাঠে নামবে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে সুবিধাজনক স্থানে রয়েছে লঙ্কানরা। এ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে চায় দলটি। বিশ্বকাপের চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারির জায়গাটাও লঙ্কানদের দখলে। ১৭১ রান নিয়ে এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি রান কুশল মেন্ডিসের। আর ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটের মালিক ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ ম্যাচ জিততে তাদের উপর অনেকাংশে নির্ভর করবে এশিয়ার চ্যাম্পিয়নরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭