ইনসাইড বাংলাদেশ

শেখ এ্যানী রহমানের আসনে উপ-নির্বাচন ২৪ নভেম্বর


প্রকাশ: 25/10/2022


Thumbnail

জাতীয় সংসদের সংরক্ষিত আসন-১৯-এর সংসদ সদস্য প্রয়াত শেখ এ্যানী রহমানের শূন্য আসনটিতে আগামী ২৪ নভেম্বর উপ-নির্বাচন হবে। 

মঙ্গলবার (২৫ অক্টোবর) এই শূন্য আসনে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের ২৪ অক্টোবর স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ নভেম্বর। আর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপ-নির্বাচনের ভোট নেওয়া হবে ২৪ নভেম্বর। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
 
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব মো. শাহেদুন্নবী চৌধুরীকে নিয়োগ করা হয়েছে। এছাড়া নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. আব্দুল হালিম খানকে সহকারি রিটার্নিং কর্মকর্তা, সিনিয়র সহকারি সচিব রৌশন আরা বেগম ও সহকারি সচিব আরিফা বেগমকে পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
 
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের সহধর্মিণী ও একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) শেখ এ্যানী রহমান গত ১১ অক্টোবর মারা যান। তিনি অনেক দিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭