ইনসাইড গ্রাউন্ড

ঠাণ্ডা মাথার মাহমুদুল্লাহ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/01/2018


Thumbnail

 

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে বুধবার থেকে। সাকিব আল হাসানের ইনজুরির কারণে এই ম্যাচে সহ-অধিনায়ক মাহমুদুল্লাহার কাঁধে পড়েছে দলের দায়িত্ব। তবে দায়িত্বের ব্যাপারে অনেকটা নিরুত্তাপ এই অলরাউন্ডার। দায়িত্ব পাওয়ার পর রিয়াদ বক্তব্য, অধিনায়কত্ব চাই, তবে এভাবে নয়।

বাংলাদেশের ১৮ বছরের টেস্ট ইতিহাসে দশম অধিনায়ক হিসেবে নাম লেখাতে চলেছেন রিয়াদ। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অধিনায়কত্ব করলেও এবারই প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব নেবেন তিনি। দেশকে নেতৃত্ব দেওয়ার আলাদা রোমাঞ্চ থাকলেও রিয়াদ ব্যাখ্যা করলেন এভাবে "যেভাবে চেয়েছি সেভাবে পাইনি। আমরা সবাই জানি সাকিব আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, ওকে হারানোটা একটা বিপর্যয়ের মতো। দিনশেষে আমরা সবাই বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করি। তাই আমি চাই দলের প্রয়োজনে ভালো কিছু করা।"

রোমাঞ্চ নিয়ে কথা না বললেও অধিনায়কত্বের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। এ সম্পর্কে বলেন, "টেস্ট সবসময়ই চ্যালেঞ্জ। সেশন বাই সেশন, দিনের পর দিন ভালো খেলতে হয়। ক্রিকেটারদের জীবনে চ্যালেঞ্জ ইতিবাচক। এটা নিয়ে ভাবার কিছু নেই। দল ভালো খেললে অধিনায়কত্বও ভালো হবে।"

গত বছর শ্রীলংকার বিপক্ষে শততম টেস্ট ম্যাচে বাদ পড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তখন বাংলাদেশের কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। এবার তিনি প্রতিপক্ষ দলের কোচ। মূলত হাথুরুর পছন্দের তালিকায় না থাকার জন্যই তাঁকে বাদ দেওয়া হয়েছিলো বলে ধারণা ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেরই। ভাগ্যের আজব খেলায় সেই শ্রীলঙ্কা এবং হাথুরুর প্রতিপক্ষ বাংলাদেশ দলের অধিনায়ক এখন তিনি।

তবে এই ব্যাপারেও ব্যাট চালানোর মতো করেই দক্ষতার সঙ্গে উত্তর দিলেন মাহমুদুল্লা, "আমার এসব নিয়ে তেমন মাথাব্যথা নেই। আমার দলকে আমি কী দিতে পারছি সেটা গুরুত্বপূর্ণ। এখানে অন্য কাউকে নিয়ে আলাদা করে ভাবার অবকাশ নেই।"

এমনিতেই ঠাণ্ডা মাথার জন্য সুনাম রয়েছে জাতীয় দলের এই অপরিহার্য খেলোয়াড়ের। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে আবারও দেখা গেলো তার নমুনা। এই ঠাণ্ডা মেজাজটা মাঠের লড়াইয়ে ধরে রাখতে পাড়লেই মঙ্গল। টাইগার ভক্তরা যে এখন তার দিকেই তাকিয়ে।


বাংলা ইনসাইডার/আরকে/ডিআর






প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭