ইনসাইড বাংলাদেশ

মালিকের সন্ধান নেই সেন্টমার্টিনে ভেসে আসা বার্জের


প্রকাশ: 26/10/2022


Thumbnail

ঘূর্ণিঝড় সিত্রাং এর কবলে পড়ে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভেসে আসা জনমানবহীন বার্জটিকে নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় উত্তাল সমুদ্রে ভাসতে ভাসতে উপকূলীয় দ্বীপ সেন্টমার্টিনে আসা বিদেশি বার্জটি এখনও সেখানেই রয়েছে। 

বার্জটি ভেসে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ভেসে আসা বার্জটি মানুষবিহীন হওয়ায় এ নিয়ে রহস্য যেন আরও বেশি। এই কারণে কনটেইনারবাহী এই বার্জকে স্থানীয়রা ‘ভুতুড়ে জাহাজ’ বলেও মন্তব্য করছে।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এরফানুল হক চৌধুরী জানিয়েছেন, সেন্টমার্টিনে ভেসে আসা বার্জটি বিদেশী। এটি কুতুবদিয়ায় নৌবাহিনীর একটি প্রকল্পের পাথর এনেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঝড়ো হাওয়ার কবলে পড়ে বার্জটিকে টেনে আনা জাহাজ থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও কোন মালিকপক্ষ জাহাজটি নিয়ে যাওয়ার ব্যাপারে উদ্যোগ নেয়নি। 

এদিকে, সোমবার ২৪ অক্টোবর দুপুরে ঘূর্ণিঝড় সিত্রা এর প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়ায় কবলে পড়ে বার্জটি বঙ্গোপসাগরের ছেঁড়া দ্বীপে ভেসে আসে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭