ইনসাইড ইকোনমি

আইএমএফের ঋণের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ


প্রকাশ: 26/10/2022


Thumbnail

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পাওয়ার ব্যাপারে বাংলাদেশ আশাবাদী বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন।

বুধবার (২৬ অক্টোবর) আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ আশাবাদের কথা জানান তিনি।

ফাতিমা ইয়াসমিন বলেন, আজ ছিল প্রথম মিটিং। মিটিং শুরু হয়েছে, সামনে আরও আলোচনা চলবে। ঋণ পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।

আইএমএফ-এর একটি প্রতিনিধি দল ১৫ দিনের সফরে আজ ঢাকায় এসেছেন। আগামী ৯ নভেম্বর পর্যন্ত দলটি ঢাকায় অবস্থান করবে। আইএমএফ মিশনের প্রধান রাহুল আনন্দ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

অর্থনৈতিক সংকট মোকাবিলায় আইএমএফের কাছ থেকে ঋণ চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্প্রতি জানিয়েছেন ঋণ দিতে রাজি আছে তারা। সেই ঋণ কর্মসূচি এবং নতুন করে দীর্ঘ মেয়াদে ঋণ দিতে আর্থিক খাতের সংস্কার ও নীতি নিয়ে আইএমএফের এ প্রতিনিধি দল সরকারের নীতি নির্ধারক এবং অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা করবে বলে জানা গেছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭