কালার ইনসাইড

বাংলাদেশ চলচ্চিত্র উৎসব: কলকাতায় যাচ্ছে বাংলাদেশের ৩৭টি সিনেমা


প্রকাশ: 27/10/2022


Thumbnail

পশ্চিমবঙ্গের কলকাতায় আগামী ২৯ অক্টোবর থেকে পাঁচ দিনব্যাপী 'বাংলাদেশ চলচ্চিত্র উৎসব' অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উৎসবে বাংলাদেশের ৩৭ জনপ্রিয় সিনেমা প্রদর্শিত হবে।

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতায় বাংলাদেশ উপ-হইকমিশনের ব্যবস্থাপনায় কলকাতার রবীন্দ্র সদনে চতুর্থবারের মতো হচ্ছে এই উৎসব।

বুধবার (২৬ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উপলক্ষে  কলকাতা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে জানানো হয়, আগামী ২৯ অক্টোবর বিকেল ৪টায় রবীন্দ্র সদনে উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স ও পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।

চারটি তথ্যচিত্র হলো- হাসিনা-এ ডটারস টেল, বধ্য ভূমিতে একদিন, একটি দেশের জন্য গান এবং মধুমতি পারের মানুষটি শেখ মুজিবুর রহমান।

ডকুমেন্টারি এবং শর্ট ফিল্মগুলি ছাড়াও, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ও বিপুলভাবে প্রশংসা অর্জনকারী ২৫টি পূর্ণ দৈর্ঘ্য ফিচার ফিল্ম আগামী ২ অক্টোবর পর্যন্ত রবীন্দ্র সদনের নন্দন-১,২,৩ হলগুলিতে প্রদর্শিত হবে।

২৫টি ফিচার ফিল্মের মধ্যে রয়েছে- গুণীন, হৃদিতা, বিউটি সার্কাস, হাওয়া, পরান, পায়ের তলায় মাটি নেই, পাপ পূণ্য, কালবেলা, চিরঞ্জীব মুজিব, রেহানা মরিয়াম নূর, নোনা জলের কাব্য, রাত জাগা ফুল, লাল মোরগের ঝুটি, গুড়, গলুই, গন্ডি, বিশ্ব সুন্দরী, রূপসা নদীর বাঁকে, শাটল ট্রেন, মনের মতো মানুষ পাইলাম না, ন-ডরাই, কমলা রকেট, গহীন বালুচর এবং ঊনপঞ্চাস বাতাস।
আটটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো- ধড়, ময়না, ট্রানজিট, কোথায় পাব তারে, ফেরা, নারী জীবন, কাগজ খেলা ও আড়ং।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম এবং উৎসবে অংশ নেওয়া চলচ্চিত্রের শিল্পীরা। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭