ইনসাইড বাংলাদেশ

ড্রেজারডুবির সাত শ্রমিকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১


প্রকাশ: 27/10/2022


Thumbnail

চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজারডুবির ঘটনায়  নিখোঁজ আট শ্রমিকের মধ্যে আরও দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় শাহিন মোল্লা (৩৫) ও সাড়ে ৯টায় তারেক মোল্লার (২৮) মরদেহ উদ্ধার করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, বৃহস্পতিবার সকালে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত আটজনের মধ্যে সাত শ্রমিকের মরদেহ উদ্ধার হলো। বাকি একজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

গত সোমবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে ওই আট শ্রমিক নিখোঁজ হন। তারমধ্যে আনিচ মোল্লার দুই ছেলে ইমাম হোসেন মোল্লা ও শাহিন মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মাহমুদ মোল্লা, সেকান্দার বারীর ছেলে মো. জাহিদ বারী, রহমান ফকিরের দুই ছেলে মো. আল-আমিন ফকির ও তারেক মোল্লা এবং নুরু সরদারের ছেলে আলম সরদারের মরদেহ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ইউসুফ আলী হাওলাদারের ছেলে বশর হাওলাদার। তারা সবাই পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি গ্রামের বাসিন্দা।

চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, এ পর্যন্ত সাত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশা করছি, নিখোঁজ অপর এক শ্রমিকের মরদেহও পেয়ে যাবো। আমাদের ডুবুরিদল তৎপরতা অব্যাহত রেখেছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭