ইনসাইড ওয়েদার

আগামী ৩ দিন বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা


প্রকাশ: 27/10/2022


Thumbnail

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব শেষ হয়ে যাওয়ায় আগামী তিন দিন সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, সিত্রাংয়ের অস্তিত্ব শেষ হয়ে গেছে। এর ফলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

তিনি আরো জানান, আবহাওয়ার উন্নতি হওয়ায় মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূল থেকে সব ধরনের সতর্কতা সংকেত তুলে নিতে বলা হয়েছে। দেশের উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বা জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭