ইনসাইড গ্রাউন্ড

ডাচদের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত


প্রকাশ: 27/10/2022


Thumbnail

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-২ এর ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এটি দুই দলেরই দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় এক জয় নিয়ে মাঠ ছেড়েছিল ভারত। শুরুর ব্যাটিং বিপর্য কাটিয়ে ভিরাট কোহলির অসাধারণ এক ইনিংসে ম্যাচের চিত্রনাট্য বদলে দেন। এ ম্যাচেও ব্যাট হাতে সে ধারা ধরে রাখতে চান তিনি। তবে এ ম্যাচে ব্যর্থতার খোলস থেকে বের হয়ে আসতে চায় ভারতীয় টপঅর্ডার। আগের ম্যাচের ভুলের পুনরাবৃত্তি ঘটাতে চান না ডাচদের বিপক্ষে। টানা জয় তুলে নিয়ে শেষ চারের পথে এগিয়ে যেতে চান রোহিত শর্মারা।

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৯ রানে হারলেও, ভাল প্রতিদ্বন্দ্বীতার আভাস দিয়েছে ডাচরা। ভারতের বিপক্ষেও ব্যাট-বল হাতে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় দলটি। লড়াই চালিয়ে যেতে চান ম্যাচের শেষ বল পর্যন্ত।

এ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে দুই দলই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭