ইনসাইড গ্রাউন্ড

নেদারল্যান্ডসকে ১৮০ রানের টার্গেট দিলো ভারত


প্রকাশ: 27/10/2022


Thumbnail

গ্রুপ-২ এর সুপার টুয়েলভের ম্যাচে নেদারল্যান্ডসকে ১৮০ রানের লক্ষ্য দিয়েছে ভারত। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। এদিনও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ওপেনার লোকেশ রাহুল। দলীয় ১১ রানে তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন পল ফন মিকেরেন। তবে এদিন খোলস ছেড়ে স্বরূপে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা। আগের ম্যাচের জয়ের নায়ক ভিরাট কোহলিকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়েন তিনি। তুলে নেন আসরে নিজের প্রথম অর্ধশতক। ৩৯ বলে ৫৩ রান করে আউট হন রোহিত।

তবে অধিনায়কের বিদায়ের পর আর কোন অঘটন ঘটতে দেয়নি ভিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। আগের ম্যাচের ফর্ম এদিনও ধরে রাখেন কোহলি। মাঠের চারপাশে শট খেলে দিশেহারা করে দেন ডাচ বোলারদের। তুলে নেন ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে রান না পেলেও এ ম্যাচে রান পেয়েছেন সূর্যকুমার। দুইশোর উপর স্ট্রাইক রেটে ডাচ বোলারদের উপর তান্ডব চালান এই ডানহাতি ব্যাটসম্যান। ইনিংসের শেষ বলে ছক্কা হাকিয়ে অর্ধশতক তুলে নেন সূর্যকুমার যাদব। তাদের কল্যাণে ২০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাড়ায় ২ উইকেটে ১৭৯ রান। ২৫ বলে ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। আর ৪৪ বলে ৬২ রানের ইনিংস খেলেন কোহলি।

ডাচদের হয়ে উইকেট দুটি নেন মিকেরেন ও ক্ল্যাসেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭