ইনসাইড গ্রাউন্ড

টাইগারদের ঘুরে দাঁড়ানোর মিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/01/2018


Thumbnail

ফেভারিটের তকমা নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। ফেভারিটের মতো শুরু করলেও শেষটা ছিল হতাশার। কিন্তু থেমে যাওয়ার কোনো সুযোগ ক্রিকেটের রীতিতে নেই। ক্রিকেটের নতুন সূর্যটা প্রতিদিনই নতুন বার্তা নিয়ে উদিত হয়। হতাশা ঝেড়ে ফেলা ঘুরে দাঁড়ানোর আহ্বান থাকে সেই সূর্য কিরণে।

মাহমুদুল্লার নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর দৃঢ় সংকল্প নিয়েই মাঠে নামছে বাংলাদেশ দল। যদিও সাকিব আল হাসানের অনুপস্থিতি পদে পদে মনে করিয়ে দেবে তাঁর অপরিহার্যতা। তবে ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহার মনে সাকিবের জন্য আফসোস থাকলেও সেটি খেলার মধ্যে নিতে চান না তিনি। প্রত্যয়ী মাহমুদউল্লাহ তাই জানালেন, ‘আমি যখন আমার নিজের কাজে থাকব, তখন কোনো কিছুতেই ছাড় দেব না। যেভাবেই হোক দলকে অনুপ্রাণিত করার চেষ্টা করব। সেটি শক্তভাবেই হোক কিংবা যেভাবেই হোক। সবদিক দিয়েই চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশকে ভালো কিছু দিতে হবে। এটাই আমার দায়িত্ব ও কর্তব্য।’

অন্যদিকে, ত্রিদেশীয় সিরিজ জয়ের পর এবার লঙ্কানদের চোখ টেস্ট সিরিজে। মানসিক ভাবে এগিয়ে থেকেই চট্টগ্রাম টেস্ট শুরু করতে যাচ্ছে শ্রীলঙ্কা। লঙ্কান কোচ হাথুরু চোখে নিজেদের টেস্ট দলটা ওয়ানডের চেয়ে আরও বেশি গোছালো। দলে যোগ দিয়েছেন অভিজ্ঞ রঙ্গনা হেরাথ দিলরুয়ান পেরেরা, দিমুথ করুনারত্নে, ধনঞ্জয় ডি সিলভারা। তাই এই দলটা টেস্টে বাংলাদেশের সামনে বড় পরীক্ষা হয়েই দাঁড়াবে।

অবশ্য লঙ্কানদের বিপক্ষে গত বছর তাঁদের ঘরের মাঠ পি সারা ওভালে শততম টেস্টে জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নামছে টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে সেটিই প্রথম জয় বাংলাদেশের। জয়ের পাল্লাটা আরেকটু ভারী করার লক্ষ্য থাকবে রিয়াদ বাহিনীর সামনে।


বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭