ইনসাইড গ্রাউন্ড

সুপার টুয়েলভে টানা দ্বিতীয় জয় ভারতের


প্রকাশ: 27/10/2022


Thumbnail

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ভারত। সুপার টুয়েলভে গ্রুপ-২ এর ম্যাচে নেদারল্যান্ডসকে ৫৬ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নামে ভারত। এদিনও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ওপেনার লোকেশ রাহুল। দলীয় ১১ রানে তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন পল ফন মিকেরেন। 

তবে এদিন খোলস ছেড়ে স্বরূপে ফিরেছেন অধিনায়ক রোহিত শর্মা। আগের ম্যাচের জয়ের নায়ক ভিরাট কোহলিকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়েন তিনি। তুলে নেন আসরে নিজের প্রথম অর্ধশতক। ৩৯ বলে ৫৩ রান করে আউট হন রোহিত।

তবে অধিনায়কের বিদায়ের পর আর কোন অঘটন ঘটতে দেয়নি ভিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। 

আগের ম্যাচের ফর্ম এদিনও ধরে রাখেন কোহলি। মাঠের চারপাশে শট খেলে দিশেহারা করে দেন ডাচ বোলারদের। তুলে নেন ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে রান না পেলেও এ ম্যাচে রান পেয়েছেন সূর্যকুমার। দুইশোর উপর স্ট্রাইক রেটে ডাচ বোলারদের উপর তান্ডব চালান এই ডানহাতি ব্যাটসম্যান। ইনিংসের শেষ বলে ছক্কা হাকিয়ে অর্ধশতক তুলে নেন সূর্যকুমার যাদব। তাদের কল্যাণে ২০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাড়ায় ২ উইকেটে ১৭৯ রান। ২৫ বলে ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। আর ৪৪ বলে ৬২ রানের ইনিংস খেলেন কোহলি।

ডাচদের হয়ে উইকেট দুটি নেন মিকেরেন ও ক্ল্যাসেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় নেদারল্যান্ডস। ২০ রানের মধ্যে দুই ওপেনারকে সাজঘরে পাঠান ভারতীয় বোলাররা। বাংলাদেশের বিপক্ষে একাই ব্যাট হাতে যুদ্ধ করা কলিন অ্যাকারম্যান ও বাস ডি লিড প্রতিরোধের চেষ্টা করলেও তাতে ফল আসেনি। অক্ষর প্যাটেলের শিকার হয়ে দলীয় ৩৭ রানে ফেরেন ডি লিড। ১৩তম ওভারে রবিচন্দ্র অশ্বিনের জোড়া আঘাতে প্যাভিলয়নের পথ ধরেন অ্যাকারম্যান ও টম কুপার।

৬৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ডাচদের আর কক্ষপথে ফেরা হয়নি। অধিনায়ক স্কট এডওয়ার্ডস-টিম প্রিঙ্গেল জুটিতে ঘুরে দাড়ানোর চেষ্টা করলেও ভারতীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডাচরা। ১৮তম ওভারে টানা দুই বলে লোগান ফন বেক ও ফ্রেড ক্ল্যাসেনকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন আর্শ্বদ্বীপ সিং। টেল এন্ডে তরুণ শারিজ আহমেদের ১১ বলে ১৬ রানের ইনিংসে শুধু হারের ব্যবধানই কমেছে নেদারল্যান্ডসের। ২০ ওভার শেষে ৯ উইকেটে ১২৩ রান তুলতে পারে দলটি। ফলে ৫৬ রানে হেরে মাঠ ছাড়তে হয় ডাচদের। সর্বোচ্চ ২০ আসে প্রিঙ্গেলের ব্যাট থেকে।

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে কম খরুচে ছিলেন ভুবনেশ্বর কুমার। ৩ ওভার বল করে ৯ রানে দুই উইকেট নেন তিনি। এরমধ্যে প্রথম দুই ওভারে কোন রান দেননি এই পেসার। ২টি করে উইকেট পান অক্ষর প্যাটেল, আর্শ্বদ্বীপ সিং, রবিচন্দ্র অশ্বিনও।

দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচ সেরার পুরষ্কার উঠে সূর্যকুমার যাদবের হাতে। এ জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করলো ভারত।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭