ইনসাইড বাংলাদেশ

নাশকতার মামলায় গ্রেপ্তার বিএনপির নেতা হুমায়ুন কবির


প্রকাশ: 29/10/2022


Thumbnail

নাশকতার মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির রওশনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শাহ আলী থানার ওসি আমিনুল ইসলাম বলেন, রওশন নাশকতা, ভাংচুর, জ্বালাও-পোড়াও ও মারামারিসহ বিভিন্ন মামলার পলাতক আসামি। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থানায় আসার পর দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। শুক্রবার রাতে গুলশান-২ নম্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হুমায়ুন কবিরকে গ্রেপ্তারের পর শুক্রবার রাতে রাজধানীর মিরপুর ১ নম্বর চিড়িয়াখানা সড়কে শাহ আলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। রওশন শাহ আলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭