ইনসাইড বাংলাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক


প্রকাশ: 29/10/2022


Thumbnail

নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার সোয়া ৩ ঘণ্টা পর পুনরায় স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল পৌনে ৮টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। 

শনিবার( ২৯ অক্টোবর) সকালে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম।

তিনি জানান, ভোরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৪টা থেকে নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় সকাল পৌনে ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে যানবাহনের তেমন চাপ নেই। বর্তমানে এ রুটে ছোট-বড় মিলে ১০টি ফেরি চলাচল করছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭