ইনসাইড গ্রাউন্ড

কিউইরা ঘুরে দাঁড়াতেই হাসারাঙ্গার ব্রেকথ্রু


প্রকাশ: 29/10/2022


Thumbnail

পাওয়ারপ্লে শেষ হবার আগেই ৩ উইকেট হারিয়ে বেশ চাপে ছিলো নিউজিল্যান্ড। স্কোরবর্ডে তখন সংগ্রহ ৫ ওভার শেষে মাত্র ১৯ রান। সেখান থেকে দলকে টেনে তুললেন গ্লেন ফিলিপ্স। ১ ছয় ও ৭টি বাউন্ডারির সাহায্যে তুলে নিলেন নিজের অর্ধশত রান। তার সঙ্গ দিচ্ছিলেন ড্যারিল মিচেল। দুইজন মিলে গড়ে তুললেন ৬৩ বলে ৮৪ রানের জুটি।

কিন্তু শেষ রক্ষা আর হলোনা। বল হাতে হাসারাঙ্গা ফিরলে ১৫তম ওভারের চতুর্থ বলে ২২(২৪) রান থামে মিচেলের ইনিংস। কিউইদের স্কোর ৯৯ রান ৪ উইকেটের বিনিময়ে। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরটা মোটেও ভালো করতে পারেনি কেন উইলিয়ামসনের দল। 

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে  লঙ্কান বোলিং এর সামনে এলোমেলো শুরু কও ব্ল্যাকক্যাপরা। প্রথম ওভারে মাহিশ থিকসানার চতুর্থ বলে এক্রস দ্যা লাইন খেলতে গিয়ে সোজা বোল্ড হন ফিন এলেন ১ (৩)। প্রথম উইকেট হারিয়ে সাবধানে থাকার চেষ্টা করছলেন ডেভন কনওয়ে ও অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু তৃতীয় ওভারে ধনঞ্জয় ডি সিলভার বলে উইকেট রক্ষককে ক্যাচ দিয়ে বসেন কনওয়ে ১(৪)। দলীয় ৭ রানে দ্বিতীয় উইকেট হারায় কিউইরা।

পরের ওভারেই আবারও কিউই শিবিরে আঘাত হানে লংকান বোলিং। কাসুন রাজিথার বল উড়িয়ে মারতে গিয়ে কুশল মেন্ডিসের হাতে ধরা পড়েন উইলিয়ামসন ৮(১৩)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্ল্যাকক্যাপসদের স্কোর ৭.১ ওভারে ৩৪ রান ৩ উইকেট হারিয়ে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭